ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় স্বরূপকাঠির নৌকার হাটে ক্রেতা-বিক্রেদের সমাগম নেই

প্রকাশিত: ১৫:২১, ২৪ জুন ২০২০

করোনায় স্বরূপকাঠির নৌকার হাটে ক্রেতা-বিক্রেদের সমাগম নেই

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর ॥ পিরোজপুরের নেছারাবাদ উপজেলা। এটি আবার স্বরূপকাঠি নামেও পরিচিত। যুগ যুগ ধরে এ উপজেলার আটঘরে বর্ষা মৌসুম এলেই জলে ডাঙায় বসে ঐতিহ্যবাহী নৌকার হাট। আটঘরের খালে বাংলা জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে শ্রাবন মাস পর্যন্ত সপ্তাহের প্রতি শুক্রবার বসে এ হাট। বছরের এ তিন মাস কেনাবেচায় জমজমাট থাকে এ নৌকার হাট। কিন্তু করোনার কারনে অন্যান্য বছরের মত ক্রেতা-বিক্রেতার সমাগম না থাকায় প্রাণহীন হয়ে পড়েছে ঐতিহ্যবাহী এ হাটটি। হাটে আসা নৌকা বেপারিদের সাথে কথা বলে জানা গেছে, প্রতি হাটে ৬০০ থেকে থেকে ৭০০ খানা নৌকা বিক্রি হয়। তাতে প্রতিটি নৌকা গড় প্রতি তিন হাজার টাকা দামে হলেও প্রতি হাটে বিশ লাখ টাকার নৌকা বিক্রি হয়। এ বছর করোনা ভাইরাসের প্রকোপে হাটে তেমন মানুষ আসছেন না। তাই এ বছর বেচা বিক্রিও ভাল নয়। পেয়ারা তোলা, গো-খাদ্য সংগ্রহ, মাছ মারা, নার্সারি ব্যবসাসহ বর্ষা মৌসুমে নানান কাজে এখানকার প্রত্যন্ত এলাকার মানুষের প্রয়োজন হয়ে পড়ে নৌকার। তাইতো কয়েক যুগ ধরে বর্ষা মৌসুমের এ সময়ে আটঘরের এ খালে বসে আসছে নৌকার হাট। আর কয়েক যুগ ধরে এ হাট বসে আসায় নৌকার হাটটি এখানকার মানুষের কাছে পরিনত হয়েছে একটা ঐতিহ্যে।
×