ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে ভাড়াটিয়া সঙ্কটে বাড়িওয়ালারা

প্রকাশিত: ২৩:৩৬, ২২ জুন ২০২০

কেরানীগঞ্জে ভাড়াটিয়া সঙ্কটে বাড়িওয়ালারা

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২১ জুন ॥ ভাড়াটিয়া সঙ্কটে পড়েছে বাড়িওয়ালারা। করোনার প্রভাবে এখানে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। ফলে আয়-রোজগার না থাকায় দলে দলে গ্রামমুখী হচ্ছে তারা। তাই এখন ভাড়াটিয়া পেতে বাড়িতে বাড়িতে বড় আকারে ঝুলছে বাসাভাড়া দেয়ার বিজ্ঞাপন। বাংলাদেশে চলছে করোনাভাইরাসের মহামারী। তাই থমকে গেছে দেশের অর্থনৈতিক চাকা। কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। জীবিকা নির্বাহের জন্য দেশের অধিকাংশ লোক রাজধানীতে বসবাস করেন। আর ঢাকার অতি সন্নিকটে কেরানীগঞ্জ। এখানে ২২ লক্ষাধিক লোকের বসতি। যার অধিকাংশ মানুষই এসেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে। এখানে রয়েছে দেশের বৃহৎ গার্মেন্টস্ পল্লীসহ ছোট-বড় অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এতে কাজ করে অনেক লোক। আর কাজের সুবাদে তারা পরিবার পরিজনসহ এখানে বাসা ভাড়া নিয়ে থাকছেন। এছাড়া পুরান ঢাকায় যাদের কর্মসংস্থান ও বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অনেক শিক্ষার্থী এখানে বাসা ভাড়া নিয়ে থাকে। কেরানীগঞ্জের সঙ্গে পুরান ঢাকার যোগাযোগ ব্যবস্থা ভাল থাকায় এবং পুরান ঢাকার তুলনায় কেরানীগঞ্জে বাসা ভাড়া অনেক কম হওয়ায় তারা এখানে থেকে নিয়মিত যাতায়াত করছে। কেরানীগঞ্জের শুভাঢ্যা, চুনকুটিয়া, কদমতলী, আগানগর, জিনজিরা, কালিগঞ্জ, খেজুরবাগ, মীরেরবাগ, হাসনাবাদ ও ইকুরিয়া এলাকায় বাড়িওয়ালাদেরও আয়ের একটি বড় অংশ এই ভাড়াটিয়াদের থেকে।
×