ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে দুর্ঘটনার কবলে ৮৫০ টন খাদ্যবাহী জাহাজ

প্রকাশিত: ২৩:৩২, ২২ জুন ২০২০

চট্টগ্রামে দুর্ঘটনার কবলে ৮৫০ টন খাদ্যবাহী জাহাজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বৈরী আবহাওয়ায় দুর্ঘটনার শিকার হয়েছে ৮৫০ মেট্রিক টন মটর ডাল বোঝাই একটি লাইটার জাহাজ। রবিবার সকালে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে চালকের দক্ষতায় রক্ষা পেয়েছে এর মালামাল। সূত্র জানায়, মডার্ন লজিস্টিকসের মালিকানার জাহাজ ‘এমভি নিউ গোলাম রহমান’ বহির্নোঙ্গরের একটি বড় জাহাজ থেকে ৮৫০ মেট্রিক টন মটর ডাল তুলে নিয়ে খুলনার নোয়াপাড়ার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। জাহাজটি ছিল বহির্নোঙ্গরের পতেঙ্গা এলাকায়। এ সময় প্রচন্ড বাতাস ও ঢেউয়ের তোড়ে জাহাজটি অনেকটাই নিয়ন্ত্রণহীন হয়ে যায়। এর তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। এ সময় চালক তার নিজস্ব দক্ষতায় দ্রুত জাহাজটিকে চরের দিকেই নিয়ে যায়। চরে আটকা পড়ায় তা নিমজ্জিত হওয়া থেকে রক্ষা পেয়েছে। নষ্ট হওয়া থেকে বেঁচেছে এতে থাকা ডালগুলো। জাহাজের সকল নাবিক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
×