ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩৩ হাসপাতালে ডিএনসিসির বিশেষ মশক নিধন অভিযান

প্রকাশিত: ২২:৪৫, ২২ জুন ২০২০

৩৩ হাসপাতালে ডিএনসিসির বিশেষ মশক নিধন অভিযান

স্টাফ রিপোর্টার ॥ করোনা রোগীরা যাতে কোনক্রমেই যেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত না হয় সেজন্য চলমান মশকবিরোধী অভিযানের দ্বিতীয় দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৩৩টি হাসপাতালে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে। শনিবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত এই দুই দিনে মোট ৫৮টি হাসপাতালে এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডিএনসিসির আওতাধীন কোভিড ও নন-কোভিড হাসপাতালগুলোতে অবস্থানরত রোগী, ডাক্তার, নার্স ও চিকিৎসা সেবায় নিয়োজিত অন্যান্যরা যাতে ডেঙ্গু রোগে আক্রান্ত না হয় সেজন্য এ অভিযান পরিচালনা করছে সংস্থাটি। গত ২০ জুন থেকে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম শুরু করেছে ডিএনসিসি বৃহস্পতিবার তা শেষ হবে। জানা গেছে, বেলা সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত যেসব হাসপাতালে অভিযান পরিচালিত হয় তা হচ্ছে, উত্তরা অঞ্চলে কুয়েত মৈত্রী হাসপাতাল, নস্ট্রাম হাসপাতাল, ল্যাব এইড হাসপাতাল উত্তরা, নগর মাতৃসদন, আইচি হাসপাতাল, মিরপুর অঞ্চল-২ এর কিংস্টোন হাসপাতাল, দি মার্কস হাসপাতাল, ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল, বিজিএমইএ হাসপাতাল, আধুনিক হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার মিরপুর-১০, আল শাফি হাসপাতাল, রাবেয়া ম্যাটারনিটি ক্লিনিক, রহিমা ম্যাটারনিটি হাসপাতাল, রাড্ডা ক্লিনিক বাউনিয়াবাধ, বাপসা ক্লিনিক, মুক্তি ওয়েলফেয়ার ক্লিনিক, মহাখালী অঞ্চল-৩ এর ইউনাইটেড হাসপাতাল, লেকভিউ ক্লিনিক, সাহাবুদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল, শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতাল, ল্যাব এইড হাসপাতাল, প্রেসক্রিপশন পয়েন্ট বনানী, বনানী ক্লিনিক, প্রাভা হেলথ, বারিধারা জেনারেল হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল বারিধারা, মিরপুর অঞ্চল-৪ এর বিএভিএস হাসপাতাল মিরপুর-২, এবং কাওরান বাজার অঞ্চল-৫ এর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, নিউরো সায়েন্স হাসপাতাল, মোহাম্মাদপুর ফার্টিলিটি সেন্টার, এশিয়ান কার্ডিয়াক এ্যান্ড জেনারেল হাসপাতাল।
×