ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীমঙ্গলে মা ও মেয়ে খুন

প্রকাশিত: ০০:৪১, ৬ জুন ২০২০

শ্রীমঙ্গলে মা ও মেয়ে খুন

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৫ জুন ॥ শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের জামসি এলাকায় পারিবারিক কলহের জের ধরে মা ও মেয়ে ঘুমন্ত অবস্থায় খুন হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে। পুলিশ এ এলাকাবাসী সূত্রে জানা যায় জামসি এলাকার একটি টিনশেডের ঘরে মা জায়েদা বেগম ও তার মেয়ে ইয়াছমিন বেগম থাকতেন। সকালে এলাকাবাসী তাদের কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতর ঢুকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ নিচে পড়ে থাকতে দেখতে পান। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাকারী ঘরের পিছনের টিন খুলে ভেতরে প্রবেশ করে এ হত্যাকা- চালায়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, প্রায় ১ বছর পূর্বে ইয়াছমিনের সঙ্গে তার স্বামীয় বিবাহ বিচ্ছেদ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহলের জেরে এ হত্যাকা- ঘটতে পারে। খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারী পার্বত্যাঞ্চল প্রতিনিধি খাগড়াছড়ি থেকে জানান, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং-এলাকায় মরিয়ম বেগম (৫৮) নামে দৃষ্টি প্রতিবন্ধী এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঘর থেকে তার রক্তাক্ত লাশ উদ্বার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, দৃষ্টি প্রতিবন্ধী মরিয়ম বেগম একা ঐ ঘরে থাকতেন। তার দৃষ্টি প্রতিবন্ধী ও গুচ্ছগ্রামের রেশন কার্ড রয়েছে। ১১টার দিকে মরিয়ম বেগমের রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। স্বজনদের অভিযোগ, মরিয়ম বেগমকে পরিকল্পিতভবে হত্যা করা হয়েছে। যশোরে যুবক স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, চৌগাছায় তুলে নেয়ার তিন দিন পর বিপুল হোসেন (৩৮) নামে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ পরকীয়ার জের ধরে তাকে হত্যা করেছে প্রেমিকার ছেলে সবুজ হোসেন ও মেয়ের জামাই রফিকুল ইসলাম। বিপুল হোসেন উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বড় কাকুড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত শামসুল হোসেনের ছেলে। আর প্রেমিকা ফুলবানু (৩৫) একই গ্রামের মালেশিয়া প্রবাসী আবু সামার স্ত্রী। বুধবার বেলা ১০টার দিকে নিহতের বাড়ি থেকে একটি মোটরসাইকেলে করে তুলে নিয়ে আসে প্রেমিকের মেয়ের জামাই রফিকুল ইসলাম। এরপর শুক্রবার বেলা ১১টার দিকে চৌগাছা থানার পুলিশ উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের বেড়গোন্দিপুর বাওড় অফিস সড়ক থেকে ওই ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করে। স্থানীয় ইউপি মেম্বার শিমুল হোসেন ও নিহতের ভাই লিটন হোসেন বলেন, গত বুধবার সকাল দশটার দিকে আবু সামার মেয়ের জামাই রফিকুল ইসলামকে গরু কেনার নাম করে বিপুল হোসেনকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। আবু সামার স্ত্রীর ফুলবানুর সঙ্গে বিপুলের দীর্ঘদিন ধরেই পরকীয়া ছিল। বগুড়ায় গার্মেন্টস কর্মী স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস থেকে জানান, বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকা থেকে মিম আকতার (১৯) নামে এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে একটি মাঠে তার লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা তাকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে। তরুণী গার্মেন্টস কর্মী ঢাকা থেকে রাতে বগুড়া এসে বাড়ি ফিরছিল। পুলিশসহ সংশ্লিষ্ট সূত্র জানায়, মিমি ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় কাজ করত। তার পরিবার শহরের ঠনঠনিয়া এলাকায় বসবাস করে। বৃহস্পতিবার সন্ধ্যায় মিম বাড়ির উদ্দেশে ঢাকা থেকে বাসে রওনা হয়েছিল।
×