ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে বরফকলে বিস্ফোরণে নিহত ১

প্রকাশিত: ২২:৫৫, ৩ জুন ২০২০

ময়মনসিংহে বরফকলে বিস্ফোরণে নিহত ১

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ নগরীর সানকিপাড়া কাঁচা বাজারের সামনে সোনিয়া বরফ তৈরির কারখানায় মঙ্গলবার বিকেলে গ্যাসের কুলিং পাইপের বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হয়েছেন কারখানা শ্রমিক শাহ আলম(২০)। এ সময় আহত হয়েছেন কারখানা মালিক বহরুল আমিন(৪০) ও আরেক কর্মচারী। শাহ আলমের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বরকুল গ্রামে। নগরীর ভাটি কাশর এলাকায় ভাড়া থাকত শাহ আলম পরিবারের সদস্যরা। স্থানীয়রা জানায় মঙ্গলবার বিকট শব্দে কারখানার কুলিং পাইপের বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে। শাহ আলমের বাবা আব্দুল কাদিরের অভিযোগ দুর্ঘটনার জন্য মালিক দায়ী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবীর তালুকদার জানান, কারখানার ভেতরে গ্যাসের কুলিং পাইপ বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে। তারপরও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কারখানা মালিক বহুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
×