ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে চার পুলিশসহ নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১৭:১৯, ৩০ মে ২০২০

সিরাজগঞ্জে চার পুলিশসহ নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের সলঙ্গা থানার ওসি তাজুল হুদা, এএসআই রায়হান আলী, ২ পুলিশ কনেষ্টেবল সহ নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ দিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ জনে। এদিকে আক্রান্তদের লকডাউনে রেখে জেলা স্বাস্থ্য বিভাগ চিকিৎসার আওতায় এনেছে। সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ন কবীর জানান, করোনার উপসর্গ নিয়ে ১২০ রোগীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ শনিবার দুপুরে আসা ৯৪ জনের রিপোর্টের মধ্যে ১১ জনের করোনা পজেটিভ আসে। এর মধ্যে সলঙ্গা থানার ওসি তাজুল হুদা, এএসআই রায়হান আলী, ডিবি পুলিশের দুজন কনস্টেবল রয়েছেন। তাদের দিয়ে সদরে ৬, রায়গঞ্জে ৩, শাহজাদপুরে ১ ও বেলকুচি ১ জন। এরপরই স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী তাদের লকডাউনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এই ১১ জন দিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ জনে। সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একই সাথে আক্রান্তদের সংর্স্পশে আসা ব্যক্তিদেরকেও চিহ্নিত করে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে।
×