ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামিয়া মিলিয়ার ছাত্র আসিফ গ্রেফতার

প্রকাশিত: ২৩:৪৪, ১৯ মে ২০২০

জামিয়া মিলিয়ার ছাত্র আসিফ গ্রেফতার

ভারতের বহুল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে এক ছাত্রকে গ্রেফতার করেছে দিল্লী পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ২০১৯ সালের ১২ ডিসেম্বর ভারতে পাস হয় সিএএ আইন। সে সময় এই আইনকে বৈষম্যমূলক আখ্যায়িত করে ভারতজুড়ে শুরু হয় বিক্ষোভ। দিল্লীর ঐতিহ্যবাহী জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। এমনকি পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। সিএএ বিরোধী বিক্ষোভে অগ্রণী ভূমিকা পালন করা জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশনের (এসআইও) সদস্য আসিফ একবাল তানহা নামের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দিল্লীর শাহীনবাগের বাসিন্দা। আসিফ ইকবাল তানহা জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ¯œাতক ফারসী বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় এলাকায় সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালে সংঘর্ষের ঘটনায় জামিয়া পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করা হয় গত বছরের ১৬ ডিসেম্বর। ওই মামলার আসামি আসিফ ইকবাল। সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালে গত বছরের ১৫ ডিসেম্বর জামিয়া মিলিয়ার পার্শ্ববর্তী নিউ ফ্রেন্ডস কলোনিতে চারটি গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। -এনডিটিভি
×