ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে যোগ দিচ্ছেন ৭১ চিকিৎসক

প্রকাশিত: ২৩:৫৫, ১৩ মে ২০২০

চট্টগ্রামে যোগ দিচ্ছেন ৭১ চিকিৎসক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনাভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসায় চট্টগ্রামে যোগ দিচ্ছেন ৭১ চিকিৎসক। সারাদেশে যে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হচ্ছে তন্মধ্যে চট্টগ্রামে পদায়ন করা হচ্ছে এ চিকিৎসকদের। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি জানান, স্বাস্থ্য অধিদফতর থেকে এ সংক্রান্ত চিঠি কার্যালয়ে এসেছে। চট্টগ্রাম জেলার জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছে এই চিকিৎসকরা। চূড়ান্ত বিবেচনায় এ সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার তাদের অধিকাংশই যোগদান করেছেন। সিভিল সার্জন জানান, যে চিকিৎসকরা যোগ দিচ্ছেন তারা ৩৯তম বিসিএস দ্বিতীয় অংশের। স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের নিয়োগ আরও বিলম্বিত হত। কিন্তু করোনার কারণে সরকার তাদের দ্রুত পদায়নের সিদ্ধান্ত নিয়েছে। তারা দেশের বিভিন্ন সরকারী হাসপাতালে দায়িত্ব পালন করবেন।
×