ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনায় চট্টগ্রামে বিভিন্ন সবজির দাম কম

প্রকাশিত: ০০:৪৪, ২৬ এপ্রিল ২০২০

করোনায় চট্টগ্রামে বিভিন্ন সবজির দাম কম

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনাভাইরাসের কারণে চট্টগ্রামে বিপর্যয়ে পড়েছে বৃহত্তর চট্টগ্রামের সবজি চাষীরা। এবার গ্রীষ্মকালীন সবজির উৎপাদন ভাল হলেও করোনার কারণে দেশব্যাপী লকডাউনসহ গণপরিবহন বন্ধ থাকার কারণে উৎপাদন স্থান থেকে সবজি যেমন পরিবাহিত হচ্ছে না, তেমনই বিভিন্ন প্রক্রিয়ায় সরবরাহকৃত সবজির ক্রয়ে সঙ্কট সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের সীতাকুন্ড, চন্দনাইশ, দোহাজারি এবং পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ও খাগড়াছড়ি থেকে মহানগরী চট্টগ্রামে সবজির জোগান হয়ে থাকে। এবার অনুরূপ জোগান প্রক্রিয়া থমকে গেছে করোনা পরিস্থিতির কারণে। শুধু বেগুন ছাড়া অন্য সব সবজির দাম ব্যাপকহারে হ্রাস পেয়েছে। এক্ষেত্রে সবজি উৎপাদনকারী চাষীরা প্রকৃতমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। চাষীদের বিভিন্ন সূত্রে জানা গেছে, পাইকারি পর্যায়ে সবজির দাম পানির দরে রয়েছে। এর চার পাঁচগুণ বেশি দামে বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে। চট্টগ্রাম মহানগরীতে রিয়াজুদ্দিন বাজার, পাহাড়তলী কাঁচাবাজার, ঝাউতলা কাঁচাবাজার, চৌমুহনী কাঁচাবাজারসহ বিভিন্ন বাজারে সবজির জোগান থাকে ব্যাপকহারে। বর্তমান পরিস্থিতিতে জোগান অনেকাংশে হ্রাস পেয়েছে। আড়াইহাজারে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে গণপিটুনিতে আহত ইব্রাহিম ওরফে কোবরা (২৮) নামে এক যুবক দুইদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার ভোরে ঢাকার পুঙ্গু হাসপাতালে সে মারা যায়। পুলিশ বলছে, নিহত যুবক এলকার একজন মাদক বিক্রেতা ও চোর ছিল। আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম শনিবার বিকেলে জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার বৈলারকান্দি এলাকায় চোর সন্দেহে জনতা তাকে গণপিটুনি দিলে গুরুতর আহত হয়। পরে তার পরিবার ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করে। তিনি আরো জাানান, শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
×