ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে ল্যাব টেকনিশিয়ানের গাফিলতি

প্রকাশিত: ০৯:১৯, ২২ এপ্রিল ২০২০

বাঁশখালীতে ল্যাব টেকনিশিয়ানের গাফিলতি

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২১ এপ্রিল ॥ বাঁশখালীতে করোনা উপসর্গের রোগী নিজেরা কিংবা স্বজনদের মাধ্যমে নমুনা সংগ্রহ করার অভিযোগ উঠেছে। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র দায়িত্বপ্রাপ্ত ল্যাব টেকনিশিয়ান পরিতোষ বডুয়া করোনা সন্দেহভাজন রোগী হতে সরাসরি নমুনা সংগ্রহে অপারগতা প্রকাশ ও গাফিলতি করায় রোগী অথবা রোগীর স্বজনকে বাধ্য হয়ে নমুনা সংগ্রহ করতে হয়। তাছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউনকৃত বাড়ির পরিবারের সদস্যদের হোমকোয়ারেন্টাইনে রাখা হলেও তাদের খোঁজখবর না নেয়ার ও একাধিক অভিযোগ পাওয়া গেছে। ল্যাব টেকনিশিয়ানের গাফিলতির দরুন উপজেলার ১২ লাখ মানুষের ভবিষ্যত অনিশ্চয়তা ও ব্যাপক হারে আক্রান্তের ঝুঁকি দেখা দিয়েছে। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসিফুল হক করোনা আক্রান্ত হওয়ার খবরে বাঁশখালীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিকিৎসকের করোনা পজিটিভের পর সঙ্গে সঙ্গে বাঁশখালী হাসপাতালে উক্ত চিকিৎসকের সংস্পর্শে আসা ৯ জনের নমুনা সংগ্রহ করে গত বৃহস্পতিবার বিআইজিসিআরে পাঠানো হয় যা ‘ত্রুটিপূর্ণ নমুনা’ আখ্যা দিয়ে বাতিল করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, টেকনিশিয়ান নিজে নমুনা সংগ্রহ না করে রোগীর স্বজনদের দিয়ে কিট নেয়ায় ওই টেকনিশিয়ানকে প্রশাসনিক শোকজ তলব করা হয়েছে।
×