ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান রেড ক্রিসেন্টের

প্রকাশিত: ০৯:০৭, ২০ এপ্রিল ২০২০

  ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর  আহ্বান রেড  ক্রিসেন্টের

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত রাজধানীসহ সারাদেশের অসহায় ও নিম্নআয়ের মানুষদের জন্য খাদ্য সহায়তা দেয়ার কার্যক্রম গ্রহণ করেছে। দেশের ৬৪ জেলার ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিটের মাধ্যমে এই খাদ্য সহায়তা (ফুড পার্সেল) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অসহায় ও কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষের কাছে পৌঁছানো হবে। রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, এসব কার্যক্রম বাস্তবায়নে যথেষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন। বিশে^র প্রায় সকল দেশেই এই সমস্যা বিরাজমান থাকায় বর্তমানে বৈদেশিক অনুদান পাওয়া ভীষণ কঠিন হয়ে পড়েছে। তাই অভ্যন্তরীণ সহায়তা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্টের পাশাপাশি সমাজের সকলস্তরের হৃদয়বান ব্যক্তি, প্রতিষ্ঠান, মিডিয়া হাউজ ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সোসাইটি। রেড ক্রিসেন্টকে সহায়তা করুন, রেড ক্রিসেন্ট করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের অসহায় মানুষদের সহায়তা করবে’। অনুদান পাঠাতে ব্যংকের হিসাবের নাম: বিডিআরসিএস ডিজাস্টার প্রিপ্রেইডনেস একাউন্ট (BDRCS Disaster Preparedness Account), হিসাব নম্বর: ০১১৯২০০০০৮১০৯ (Account No: ০১১৯২০০০০৮১০৯), হিসাবের ধরন: চলতি হিসাব (Type of Account: Current), ব্যাংকের নাম: সোনালী ব্যাংক (Name of Bank: Sonali Bank Ltd), শাখা: মগবাজার শাখা, ঢাকা (Branch: Moghbayar, Dhaka), Swift code : BSONBDDHLOD। সরাসরি যোগাযোগ করতে পারেন: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, তহবিল সংগ্রহ বিভাগ, জাতীয় সদর দফতর, ৬৮৪-৬৮৬, বড় মগবাজার, ঢাকা, ফোন: ০১৮১১৪৫৮৫১৫ (পরিচালক তহবিল সংগ্রহ বিভাগ, বিডিআরসিএস)। -বিজ্ঞপ্তি
×