ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যাত্রীদের করোনা টেস্ট করছে এমিরেটস

প্রকাশিত: ১০:৫৯, ১৭ এপ্রিল ২০২০

যাত্রীদের করোনা টেস্ট করছে এমিরেটস

বিশ্বের প্রথম এয়ারলাইন হিসেবে ফ্লাইটে আরোহণের আগে যাত্রীদের র‌্যাপিড কোভিড-১৯ টেস্ট করছে এমিরেটস এয়ারলাইন। বুধবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিউনিসিয়াগামী ফ্লাইটের সকল যাত্রীর এই র‌্যাপিড টেস্ট করা হয়। দশ মিনিটের মধ্যেই পরীক্ষার ফল পাওয়া যায়। বিমানবন্দরে এই কার্যক্রম পরিচালনায় সহায়তা করে দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষ। এমিরেটসের প্রধান পরিচালনা কর্মকর্তা আদেল আল রিধা জানান যে, এমিরেটস এ ব্যাপারে তাদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে এবং ভবিষ্যতে অন্য ফ্লাইটগুলোর ক্ষেত্রে এমন কার্যক্রম পরিচালিত হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতিটি চেক-ইন কাউন্টারে বিশেষ সুরক্ষা প্রতিবন্ধকতা স্থাপন করা হয়েছে। বিমানবন্দরের সব কর্মীদের জন্য মাস্ক, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। যাত্রীদেরও বিমানবন্দরে এবং বোর্ডিংকালে নিজস্ব মাস্ক ব্যবহারসহ সামাজিক দূরত্ব সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করতে হচ্ছে। ইন-ফ্লাইট সেবার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে, যাতে সংক্রমণের আশঙ্কা রোধ করা সম্ভব হয়। -বিজ্ঞপ্তি
×