ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনিবন্ধিত কর্মী ফেরত পাঠাতে চায় কয়েকটি দেশ : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৫, ৫ এপ্রিল ২০২০

অনিবন্ধিত কর্মী ফেরত পাঠাতে চায় কয়েকটি দেশ   :  পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ বিশ্বের চার-পাঁচটি দেশ সেখানে অবস্থানতরত বাংলাদেশের অনিবন্ধিত কর্মীদের ফেরত পাঠাতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আজ রবিবার (৫ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান। বিদেশে অবস্থানরত বাংলাদেশের অনিবন্ধিত কর্মীদের বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, চার-পাঁচটি দেশ সেখানে অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশি কর্মীদের ফেরত নেওয়ার জন্য আমাদের কাছে আবেদন জানিয়েছে। আমরা তাদের আবেদন বিবেচনা করছি। আমরা কেস বাই কেস ধরে সিদ্ধান্ত নিতে চাই। কোন কোন দেশ আবেদন জানিয়েছেন জানতে চাইলে ড. মোমেন বলেন, এখনই দেশগুলোর নাম বলতে চাই না। তবে কুয়েত থেকে ৩১৫ জনের নাম দেওয়া হয়েছে। একইভাবে মালদ্বীপ জানিয়েছে, করোনার কারণে তারা নিবন্ধিত কর্মীদের সহায়তা করবেন। তবে সেখানে আমাদের বেশ কিছু অনিবন্ধিত কর্মী রয়েছে। তারা সেই কর্মীদের এখন নিবন্ধন করছেন। এ নিয়ে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার আলাপও হয়েছে। এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব দেশ আমাদের মোট কতজন কর্মী ফেরত পাঠাতে চায় তা এখনই প্রকাশ করতে চাইছি না। তবে আমরা এসব দেশকে জানিয়েছি, আমরা সবাই এখন একটি কঠিন সময় পার করছি। এসব দেশ আমাদের মিশনকে সহায়তা করছে। আমাদের প্রবাসীদেরও সহায়তা করছে। দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। আশা করি আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হয়ে যাবে।
×