ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কাতারে আরও এক বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ২২:৫১, ১ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কাতারে আরও এক বাংলাদেশির মৃত্যু

অনলাইন রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কাতারে আবুল কাসাম (৫৮) নামে আরও এক বাংলাদেশি মারা গেছেন। তার দেশের বাড়ি গাজীপুরে। এ পর্যন্ত কাতারে যেই দুইজন মারা গেলেন তারা উভয়ই বাংলাদেশি। এর আগে গত শনিবার কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বাংলাদেশির মৃত্যুর কথা নিশ্চিত করে। কাতারে করোনায় তিনিই প্রথম মৃত্যুবরণকারী। জানা যায়, শনিবার করোনায় প্রাণ হারানো ওই প্রবাসী বাংলাদেশির বয়স ৫৭ বছর। তিনি আগে থেকেই অন্যান্য রোগে ভুগছিলেন। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো ওই বাংলাদেশির বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি কাতারে ব্যবসা করতেন। গত ১৬ মার্চ তাকে কাতারের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কাতারে যেসব মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে তার বেশিরভাগ হলো অভিবাসী শ্রমিক। কাতার সরকার দেশটির বৃহত্তম একটি শিল্প এলাকা লকডাউন (অবরুদ্ধ বা বন্ধ) করে রেখেছে; যেখানে অনেক মানুষের বসবাস ছাড়াও কারখানা রয়েছে। কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, দেশে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা এখন ৭৮১ জন।
×