ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছাল আরও ১৬ হাজার পিপিই

প্রকাশিত: ০৯:৩৯, ২৮ মার্চ ২০২০

 চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছাল আরও ১৬ হাজার পিপিই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চিকিৎসকদের ব্যবহারের জন্য শুক্রবার চট্টগ্রাম থেকে আরও ৮ হাজার পিপিই (পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টস) ঢাকায় পৌঁছানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের আহ্বানে চট্টগ্রামের ইপিজেডে অবস্থিত স্মার্ট গ্রুপের প্রতিষ্ঠান স্মার্ট জ্যাকেট লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা রাতদিন কাজ করে এসব পিপিই তৈরি করছে। এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার দু’দিনে পাঠানো হয়েছে ৫৮ হাজার পিস পিপিই। স্বাস্থ্য অধিদফতর তাদের এক লাখ পিপিই তৈরির কার্যাদেশ দিয়েছে। স্মার্ট গ্রুপ এমপি মুজিবুর রহমান জনকণ্ঠকে জানান, আজ শনিবার ও কাল রবিবার পুরোদিনে কাজ চলবে। পুরো এক লাখ পিস পিপিই তারা সরবরাহ করতে সক্ষম হবে। তবে বিজিএমইএ’র পক্ষে ইতোমধ্যে আগামী ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ রাখার একটি আহ্বানে তারা কিছুটা বিব্রত। স্মার্ট গ্রুপের সবচেয়ে বড় প্রতিষ্ঠান স্মার্ট জ্যাকেট লিমিটেড। এ প্রতিষ্ঠানে প্রায় ১১ হাজার কর্মী নিয়োজিত রয়েছে। ইতোমধ্যে কারখানাজুড়ে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে এবং শ্রমিকদের সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার সরবরাহ করার ব্যবস্থা নেয়া হয়েছে।
×