নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৭ মার্চ ॥ কুষ্টিয়ায় করোনাভাইরাস সংক্রমণ সন্দেহে জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা ৭ মাসের সেই শিশু মহম্মদের নমুনা সংগ্রহ করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নমুনা সংগ্রহকারীরা।
শুক্রবার দুপুরে শিশুটির রক্তের নমুনা সংগ্রহ করা হয়। জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ তাপস কুমার সরকার জানান, আইসোলেশনে চিকিৎসাধীন থাকা একটি শিশুর নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরকে জানানোর পর শুক্রবার আইইডিসিআরের দুইজন এসে নমুনা সংগ্রহ করেন। শিশুটি জ্বর, ঠান্ডা, কাশিতে আক্রান্ত। তার বাবা তহিদুল ইসলাম গত ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন।