ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চৌগাছায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ

প্রকাশিত: ০৭:৪৩, ২৮ মার্চ ২০২০

  চৌগাছায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইট চুরির  অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের চৌগাছার মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ইট চুরির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ এলাকার জনসাধারণের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মাকাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তবে প্রধান শিক্ষক ইট চুরির অভিযোগ অস্বীকার করেছেন। অভিভাবকরা প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানিয়েছেন। জানা গেছে, বর্তমানে মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ চলছে। ইতোমধ্যে স্কুল মাঠে ঠিকাদার ইট নিয়ে এসে রেখেছেন। সেখান দেখতে পান স্কুলের ভবন তৈরির যে ইট নিয়ে আসা হয়েছে, সেই ইটের ১শ’ ৭৫ পিস তার বাড়িতে রয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ইমান আলী জানান, একজন প্রধান শিক্ষক কিভাবে ইট চুরি করে তা বুঝতে পারছি না। আমরা এর বিচার চাই। বল্লভপুর গ্রামের ইসাকুল, বিল্লাল, কামারুলসহ কয়েকজন জানান, গত সপ্তাহে আমরা দেখে ছিলাম স্কুলের জন্য নিয়ে আসা ইটের ট্রাক প্রধান শিক্ষক নুরুল ইসলামের বাড়ির সামনে। তখন ট্রাক চালককে জিজ্ঞাসা করেছিলাম এখানে ইট নামাচ্ছেন কেন ? ওই চালক তখন বলেছিলেন, স্যারের কিছু ইট লাগবে তাই নামাচ্ছি। স্কুল নির্মাণ কাজের শ্রমিকরা জানান, স্যার বাড়িতে ছাগলের জন্য ঘর নির্মাণ করছে। তিনি স্কুলের জন্য নিয়ে আসা কিছু ইট বাড়িতে নিয়ে গেছেন। ওই স্কুলের সভাপতি ও চৌগাছা উপজেলার ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয় বলেন, স্কুলের ইট যদি অভিযুক্ত প্রধান শিক্ষকের বাড়িতে পাওয়া যায়, তবে আমি তদন্তপূর্বক ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। বর্তমান প্রধানমন্ত্রীর উন্নয়নের কাজে যে বা যারা বাধা প্রদান করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি ইট চুরির বিষয় অস্বীকার করেন।
×