ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সব বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল

প্রকাশিত: ১১:২৮, ২৫ মার্চ ২০২০

সব বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল

আজাদ সুলায়মান ॥ করোনা ভাইরাস বিস্তাররোধে দেশের সব বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আপাতত এ সিদ্ধান্ত বহাল থাকবে। তবে যাত্রী না থাকলেও জরুরী ফ্লাইট সার্ভিসের জন্য সার্বক্ষণিক প্রস্তুতি থাকবে দেশের তিনটে আন্তর্জাতিক বিমানবন্দর। দেশের সব অফিস আদালত আগামীকাল থেকে দশদিনের জন্য বন্ধ হলেও ছুটি নেই শাহজালালে। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারটি আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে আরও দুটোর অপারেশন বন্ধ হয়ে যাচ্ছে। আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে থাই এয়ারওয়েজের ফ্লাইট। একইভাবে আগামী ২৯ মার্চ বন্ধ হচ্ছে হংকং রুটের ফ্লাইট। বাকি দুটো চীন ও যুক্তরাজ্যের ফ্লাইট বন্ধ করা হবে কিনা তা নির্ভর করছে আগামী ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে। এ সময়ে যদি কোন যাত্রীর তাপমাত্রা বা করোনা লক্ষণ নিয়ে ঢাকায় আসে, তবে সেগুলোও বন্ধ করে দেয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক জরুরী বৈঠকে এ ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের সভাপতিত্বে ওই বৈঠকে শুধু শাহজালাল নয়- দেশের সবগুলো বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম কিভাবে সচল রাখা হবে সে কৌশল ও পদ্ধতি নিয়ে বিস্তার আলোচনা হয়। বেবিচকের অপর শীর্ষ কর্তাদের সমন্বয়ে বৈঠকে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানিয়ে এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান দৈনিক জনকণ্ঠকে বলেন, করোনা বিস্তার রোধে সরকার দেশের সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
×