ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা বিস্তার রোধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান

প্রকাশিত: ০৯:৫০, ২৫ মার্চ ২০২০

করোনা বিস্তার রোধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ করোনাভাইরাস বিস্তার রোধে রাজশাহী সিটি কর্পোরেশন দুর্যোগ সাড়াদান সমন্বয় গ্রুপের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগরসভা কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় সভাপতির বক্তব্যে মেয়র বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। মেয়র আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ, মাইকিং, ডিশ ক্যাবল লাইনে প্রচার, ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন, মাস্ক ও স্যানিটাইজার প্রস্তুত করা হচ্ছে, চিকিৎসক ও নার্সদের সুরক্ষায় চীন থেকে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) আনা হচ্ছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল বন্ধ, বিনোদনকেন্দ্র বন্ধ ও বিভিন্ন মোড়ে চায়ের দোকানে আড্ডা বন্ধ, মহানগরীর ২৬টি গুরুত্বপূর্ণ মোড়ে হ্যান্ড স্যানিটাইজার কর্মসূচীর জন্য বুথ স্থাপন, মহানগরী বিভিন্ন বাজার ও জনসমাগম এলাকায় জীবাণুনাশক স্প্রে এবং নিম্ন আয়ের মানুষদের মাঝে বিনামূল্যে চাল-ডাল বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসবের মধ্যে কিছু কার্যক্রম চলমান আছে এবং অন্যান্য কার্যক্রম শীঘ্রই বাস্তবায়িত হবে।
×