ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত থেকে আসা রোহিঙ্গা পরিবার কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ১১:২৬, ২৪ মার্চ ২০২০

ভারত থেকে আসা রোহিঙ্গা পরিবার কোয়ারেন্টাইনে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অবৈধভাবে ভারত থেকে আসা এক রোহিঙ্গা পরিবারকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। জাতিসংঘের অভিবাসন সংস্থার (আইওএম) টেকনাফের লেদা হাসপাতালে আছে তারা। সোমবার দুপুরে টেকনাফের লেদা রোহিঙ্গা শিবির থেকে চারজনের এ পরিবারকে কোয়াররেন্টাইনে নেয়া হয়। এদের মধ্যে দুই শিশু রয়েছে। শিশু পুত্র পারভেজ ও দশ মাস বয়সের কন্যা সাজেদাকে নিয়ে রোহিঙ্গা মোঃ সাদেক তার স্ত্রী হোসনে আরাসহ সোমবার ভোরে সড়কপথে রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর ই-ব্লকে মোস্তাক আহমেদের বাসায় আসে গোপনে। এ খবর জানাজানি হবার পর তাদের ক্যাম্প ইনচার্জ অফিসে ডেকে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চত করে নয়াপাড়া ও লেদা শিবিরের ক্যাম্প ইনচার্জ আব্দুল হান্নান বলেন, রবিবার রাতে ভারতের হায়দরাবাদ থেকে বাংলাদেশে প্রবেশ করা ওই পরিবারটিকে ইউএনএইচসিআর ও আইওএমের কাছে হস্তান্তর করা হয়েছে।
×