ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনা প্রতিরোধে মসজিদে দোয়া

প্রকাশিত: ০৯:১৭, ১৪ মার্চ ২০২০

করোনা প্রতিরোধে মসজিদে দোয়া

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ নোভেল করোনাভাইরাস প্রতিরোধে বাগেরহাটের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। জুমআ’র নামাজ শেষে করোনাভাইরাস বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদে আগত মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। শুক্রবার নামাজ শেষে বাগেরহাট পুরাতন কোর্ট মসজিদের মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসক মামুনুর রশীদ। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামানসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মসজিদের ইমাম মাওলানা মোঃ রুহুল আমিন করোনাভাইরাস থেকে বাঁচতে কোরআন ও হাদিসের আলোকে মুসল্লিদের অবহিত করেন এবং বিশেষ মোনাজাত করেন। পুকুরে বিষ দিয়ে মাছ নিধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী গ্রামে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির ৫০ কেজি পোনা মাছ মেরে ফেলে দুর্বৃত্তরা। জানা যায়, ওই গ্রামের চাষী মৃত মফিজ উদ্দিনের ছেলে গোলজার হোসেন দুইটি পুকুরে পোনা ও রেনু চাষ করে আসছেন। পুকুরে দুর্বৃত্তরা বিষ ঢেলে দেয়ার কারণে রুই, কাতলা, সিলভারকাপসহ বিভিন্ন প্রজাতির মাছ পোনা মারা যায়।
×