ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-জামালপুর ডাবল লাইন রেলপথ নির্মাণের দাবি

প্রকাশিত: ০৯:১৬, ১৪ মার্চ ২০২০

ঢাকা-জামালপুর ডাবল লাইন রেলপথ নির্মাণের দাবি

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৩ মার্চ ॥ ঢাকা-জামালপুর ডাবল লাইন রেলপথ নির্মাণ ও যাত্রীসেবার মান বৃদ্ধির দাবিতে জামালপুর রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ কর্মসূচী পালন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন-পবাসহ কয়েকটি সংগঠন। শুক্রবার ঢাকা-জামালপুর-ঢাকা রেল অভিযাত্রার অংশ হিসেবে এ কর্মসূচীর আয়োজন করা হয়। ঢাকা-জামালপুর-ঢাকা রেল অভিযাত্রা কর্মসূচীতে পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম-নাসফ, ডাব্লিউবিবি ট্রাস্ট, এনডিএফ, জিএমসিসি, জামালপুর সমিতি, সরিষাবাড়ী সমিতি, খিলগাঁও সামাজিক সংস্থা ও জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সদস্যরা অংশ নেন। তারা শুক্রবার সকালে ঢাকা থেকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে জামালপুরে পৌঁছান দুপুর ১টার দিকে। ট্রেন থেকে নেমে তারা ট্রেনটির সামনে ব্যানার নিয়ে কয়েক মিনিট রেলপথ অবরোধ করে সরকারের কাছে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। দর্শনা চেকপোস্টে থার্মাল স্ক্যানার নেই নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১৩ মাচ ॥ দামুড়হুদা উপজেলার দর্শনা-জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে নোভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চলছে তৎপরতা। শুধু ভারত থেকে ফিরে আসা যাত্রীদের স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাত্রীদের ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে তাদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুদেশের যাত্রীরা এ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াত করেছে। নোভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে ৬ মেডিক্যাল অফিসারসহ ৭ উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ও ১ জন সেনেটারি এবং ১ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক এ চেকপোস্টে কাজ করছে।
×