ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে মাস্ক ও হেক্সিসল সঙ্কট

প্রকাশিত: ০৯:১৫, ১৪ মার্চ ২০২০

রূপগঞ্জে মাস্ক ও হেক্সিসল সঙ্কট

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৩ মার্চ ॥ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আতঙ্কিত পুরো বিশ্বের মানুষ। এ ভাইরাস থেকে নিজেকে বাঁচাতে বিভিন্ন পন্থায় সতর্ক হচ্ছে মানুষ। আর এ ভাইরাস ঠেকাতে মানুষ মাস্ক ব্যবহার ও জীবাণুমুক্ত থাকতে হেক্সিসল ব্যবহার করছে। এ আতঙ্কে রূপগঞ্জে মাস্ক বা (মুখোশ) ও হেক্সিসলের সঙ্কট দেখা দিয়েছে। বেড়েছে মাস্ক ব্যবহারের প্রবণতা। জীবাণুমুক্ত হতে বাড়ছে হেক্সিসলের ব্যবহার। হঠাৎ করেই মানুষ মাস্ক ও হেক্সিসল কেনার ফার্মেসিসহ বিভিন্ন দোকানে ভিড় জমাচ্ছে। কৃত্রিম সঙ্কট দেখিয়ে অসাধু ব্যবসায়ীরা মাস্ক ও হেক্সিসলের দামও অতিরিক্ত রাখছেন। কম মূল্যের মাস্ক বেশি টাকায় বিল্ডি করছেন। উপজেলার বিভিন্ন মার্কেটের দোকানে মাস্ক ও হেক্সিসলের সঙ্কট দেখা দিয়েছে ব্যাপকহারে। রূপগঞ্জে বিভিন্ন এলাকার দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, দোকানগুলোতে অন্যান্য পণ্যের সঙ্গে মাস্কও বিল্ডি হতো। তেমন একটা বেচাবিল্ডি হতো না। হঠাৎ করেই মাস্কের চাহিদা বেড়ে যায়। একদিনেই হঠাৎ করে সব মুখোশ বিল্ডি হয়ে যায়। সম্প্রতি চীনসহ বিশ্বের কয়েকটি দেশ এবং বালংদেশেও ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতঙ্কে মানুষের মধ্যে মাস্ক ও হেক্সিসল ব্যবহারের প্রবণতা বেড়েছে। ভাইরাসজনিত রোগটি প্রতিরোধ হিসেবে স্কুল-কলেজ থেকে শুরু করে গণপরিবহনের মতো জনাকীর্ণ পরিবেশে অনেককেই মাস্ক ব্যবহার করতে দেখা যাচ্ছে। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদেরও মাস্ক ব্যবহার করতে দেখা গেছে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বেশ কয়েক অভিভাবক এবং শিক্ষকের সঙ্গে কথা বলে করোনাভাইরাস আতঙ্কে মুখোশ ব্যবহারের কথা জানা গেছে।
×