ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মোহাম্মদপুরে ফ্ল্যাটে অ‍াগুন, মহিলার মৃত্যু

প্রকাশিত: ১০:৩৫, ২৯ ফেব্রুয়ারি ২০২০

মোহাম্মদপুরে ফ্ল্যাটে অ‍াগুন, মহিলার  মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দিলু রোডে ভয়াবহ অগ্নিকান্ডের রেশ কাটতে না কাটতেই মোহাম্মদপুরের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকার জি ব্লকের ১১ নম্বর সাত তলা বাড়ির চতুর্থ তলায় ভয়াবহ ওই অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জনকণ্ঠকে জানান, বাড়িটির চতুর্থ তলায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে দগ্ধ হয়ে মাবিয়া বেগম (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। তিনি অসুস্থ ছিলেন। তাকে নিয়মিত থেরাপি দিতে হতো। তাকে থেরাপি দেয়া হতো একটি বৈদ্যুতিক থেরাপি মেশিন দিয়ে। ওই মেশিন থেকে আগুন লেগে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। সেসময় মহিলা নিজের রুমের কাঁথা কম্বল দিয়ে খাটের ওপর তোষকে শুয়ে ছিলেন। আচমকা আগুন লেগে যাওয়ায় অসুস্থ মহিলা আর বের হতে পারেননি। আগুনে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। মাত্র পনের মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ওই মহিলাকে আর বাঁচানো যায়নি। পরে মহিলার লাশ উদ্ধার করা হয়। নিহত মহিলা ওই ফ্ল্যাটের বাসিন্দা বলে জানা গেছে।
×