ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ববির দুই শিক্ষার্থী সাসপেন্ড

প্রকাশিত: ০৯:২৪, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 ববির দুই শিক্ষার্থী সাসপেন্ড

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হামলা চালিয়ে কুপিয়ে জখম ও আবাসিক হলে আটকিয়ে ছাত্র নির্যাতনের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাত নয়টায় এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস। বহিষ্কৃতরা হলো- বাংলা বিভাগের ছাত্র তাহমিদ জামান নাভিদ এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ছাত্র আল-সামাদ শান্ত। এছাড়া পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্যরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. খোরশেদ আলম, শের-ই বাংলা হলের আবাসিক শিক্ষক সাদমান শাকিব বিন রহমান এবং সহকারী প্রক্টর সুপ্রভাত হালদার।
×