ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নির্দেশ

প্রকাশিত: ১০:৪১, ২১ ফেব্রুয়ারি ২০২০

 শিক্ষকের বিরুদ্ধে আইনগত  ব্যবস্থার নির্দেশ

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক মোঃ দুরুল হুদার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোঃ মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মাসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। গত ১৬ ফেব্রুয়ারি শ্লীলতাহানির শিকার মেয়েটি স্কুলে যেতে পারছে না অভিযুক্ত শিক্ষক জামিনে শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনযুক্ত করে সুপ্রীমকোর্টের আইনজীবী জোবাইদা গুলশান আরা রিট করেন। এনামুল বাছিরের পদোন্নতির মামলা খারিজ ঘুষ নেয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরকে কেন পদোন্নতি দেয়া হবে না, তা জানতে চেয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। মামলার রুল খারিজ হয়ে যাওয়ায় এনামুল বাছিরের জন্য মহাপরিচালক পদ খালি রাখার আর কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশীদ আলম খান। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ খুরশীদ আলম খান। এনামুল বাছিরের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ কামাল হোসেন।
×