ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহের প্রাইভেট হাসপাতালকে ১২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১০:০৯, ২৯ জানুয়ারি ২০২০

ময়মনসিংহের প্রাইভেট হাসপাতালকে ১২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ নগরীর বেসরকারী স্বদেশ ও সায়েম হাসপাতালকে ১২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে র‌্যাব ১৪ এর ভ্রাম্যমাণ আদালত জামায়াত শিবিরের মালিকানাধীন স্বদেশ প্রাইভেট হাসপাতালে অভিযান চালায়। এ সময় অপারেশন থিয়েটারে খাবারসহ নানা অব্যবস্থাপনা দেখতে পায় আদালত। একই রিএজেন্ট একাধিকবার ব্যবহার, মেয়াদোত্তীর্ণ ওষুধের মজুদ, বাসার ফ্রিজ ল্যাবে ব্যবহারসহ নানা অব্যস্থাপনার অভিযোগে ৬ লাখ টাকা এবং একই অভিযোগে নগরীর সায়েম হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সায়েম হাসপাতালের অপারেশন থিয়েটারে কম্বল, বিছানার চাদর, বালিশ ও তেলাপোকাসহ নানা অব্যস্থাপনা দেখে বিস্ময় প্রকাশ করে আদালত। খাদ্যপণ্যে আগাম উৎপাদন তারিখ লিখে প্রতারণা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ খাদ্যপণ্যের গায়ে উৎপাদনের আগাম তারিখ লিখে ক্রেতাদের সঙ্গে প্রতারণার করায় বরিশালে ফু-ওয়াং ফুডস লিমিটেডের দুই ডিপো কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি সেখান থেকে জব্দ করা দুই শতাধিক খাদ্যপণ্যের কার্টন পুড়িয়ে ফেলা হয়েছে। দ-প্রাপ্তরা হলেন- বরিশাল ডিপোর জাকির হোসেন ও মোঃ শফিক। কর্মচারী জাকির হোসেনকে এক মাস ও কর্মচারী শফিককে ১৫ দিনের কারাদ- দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের দু’জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল কার্যালয়ের কর্মকর্তারা কোতোয়ালি মডেল থানা পুলিশের সহযোগিতায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
×