ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চসিক মেয়রের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০৯:৩৫, ১৯ জানুয়ারি ২০২০

চসিক মেয়রের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন শনিবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেয়র বলেন, আর্ত-মানবতার সেবার চেয়ে উত্তম কাজ আর নেই। যাদের মধ্যে মানবিক মূল্যবোধ কাজ করে তারাই প্রকৃত মানুষ। উপার্জন করা সম্পদ মানুষের কল্যাণে ব্যয় না হলে সেই সম্পদের কোন মূল্য থাকে না। সিটি মেয়র বলেন, দরিদ্রতাকে জয় করতে হলে ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। নিজের ভাগ্য পরিবর্তনে শিক্ষার কোন বিকল্প নেই। ভাগ্যের পরিবর্তন করার জন্য নিজেদেরকে চেষ্টা করতে হবে। কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হাজী শাহবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অজিত দাশগুপ্ত, সমাজসেবক সুজয় দাশ, এটিএম আহসান উল্লাহ খোকন প্রমুখ। কর্ণফুলীতে দুবাই প্রবাসীর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৮ জানুয়ারি ॥ কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকা থেকে রাইহানুল ইসলাম সজিব (২৫) নামের এক দুবাই প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে শিকলবাহা সরোয়াদ্দীন জামে মসজিদের কবরস্থান এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে। প্রবাসী সজিব পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের আতাউর রহমান চৌধুরীর পুত্র। শুক্রবার সকালে নিজ গ্রামের বাড়ি খরনা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। নগরীর বাকলিয়া থানায় একটি অভিযোগ করলে, পুলিশ মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে প্রবাসী সজিবের অবস্থান জানতে পারে। এর সূত্র ধরে কবরস্থান এলাকা থেকে শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ লাশটি চমেক হাসপাতালে প্রেরণ করেছে।
×