ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশ হচ্ছে বাসুদেব ঘোষের শেষ গান

প্রকাশিত: ০৯:২৪, ১৮ জানুয়ারি ২০২০

 প্রকাশ হচ্ছে বাসুদেব ঘোষের শেষ গান

সংস্কৃতি ডেস্ক ॥ সদ্য প্রয়াত সঙ্গীতজ্ঞ বাসুদেব ঘোষের দীর্ঘ সঙ্গীত জীবনের সর্বশেষ সঙ্গীতায়োজন ‘মাইর’ শিরোনামের একটি গান। গানটি গেয়েছেন তরুণ শিল্পী পল এলড্রিন অসি। গানটি আগামীকাল ১৯ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭টায় পিএম মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটি রচনা ও সুর করেছেন শিল্পী পল এলড্রিন অসি নিজেই। প্রাপ্তি আর্ট সাইনের সার্বিক তত্ত্বাবধানে ও পল এলড্রিন অসির পরিচালনায় গানটির রেকর্ডিং এবং লিরিক্যাল ভিডিওর এডিটিং কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। শিল্পী পল এলড্রিন বলেন, আমি খুব সাধারণভাবেই এই ‘মাইর’ গানটি লেখার, সুর করা ও গাওয়ার চেষ্টা করেছি, আশাকরি এই গানটি সবার মনের মতন একটি গান হতে যাচ্ছে, কারণ এ গানে থাকবে স্বার্থলোভী কিছু নেতাদের কর্ম থাকবে, থাকবে লোভী নেতাদের জীবন দৃশ্যের হিসেবের সঙ্গে আমাদের শ্রমিক আর নেতাদের দেনা-পাওনার হিসাব, গানটি যদি খারাপ হয় তবে সকল ব্যর্থতা আমার জন্য তোলা থাকবে, আর যদি শ্রোতাদের মনে একটুও ভাল লাগে তাহলে সকল প্রশংসার একমাত্র দাবিদার আপনারা। আর বাসুদেব ঘোষ দাদার জন্য অন্তর থেকে ভালবাসা জানাই ও প্রার্থনা করি যেন দাদা ওপারে ভাল থাকেন। বাসুদেব ঘোষ দাদার অসাধারণ এই সর্বশেষ মিউজিকে করা গানটি যতবার শুনি ততবারই চোখ থেকে পানি এসে যায়। দাদার সঙ্গে আমার প্রায় ২১টি গানের কাজ করা হয়েছে। এই পৃথিবীতে আর হবে না কেউ বাসুদেব ঘোষ। প্রসঙ্গত গুণী শিল্পী বাসুদেব ঘোষ গত ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
×