ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লভ্যাংশ বিতরণ করেছে ডরিন পাওয়ার

প্রকাশিত: ০৯:৩১, ১৪ জানুয়ারি ২০২০

লভ্যাংশ বিতরণ করেছে ডরিন পাওয়ার

জ্বালানি-বিদ্যুত খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিতরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি লভ্যাংশের বোনাস শেয়ার বিও হিসাবে পাঠিয়েছে। আর নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। এছাড়া যেসব বিনিয়োগকারীর ব্যাংক হিসাবে বিইএফটিএন সিস্টেমস নেই, তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠনো হয়েছে। উল্লেখ্য, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে ডরিন পাওয়ার ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১৭ শতাংশ নগদ ও ১৩ শতাংশ বোনাস। -অর্থনৈতিক রিপোর্টার ইমাম বাটনের এজিএম স্থগিত পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, অনিবার্য কারণে কোম্পানিটি এজিএম স্থগিত করেছে। এর আগে কোম্পানিটি আগামী ২৮ জানুয়ারি এজিএম করার সিদ্ধান্ত নিয়েছিল। এজিএমের নতুন তারিখ পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×