ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই বাংলাদেশীকে পিটিয়ে ও গুলি করে হত্যা করল বিএসএফ

প্রকাশিত: ১১:২৮, ১২ জানুয়ারি ২০২০

দুই বাংলাদেশীকে পিটিয়ে ও গুলি করে হত্যা করল বিএসএফ

জনকণ্ঠ ডেস্ক ॥ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীর বামনদল সীমান্তে আবু সাঈদ (২৫) নামে এক বাংলাদেশী যুবককে বিএসএফ পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহতের লাশ ভারতের মেখলিগঞ্জ থানা চত্বরে পড়ে আছে। লাশ ফেরত পেতে নিহতের পিতা বুড়িমারী ৬১ বিজিবির সহায়তা কামনা করেছেন। এখন পর্যন্ত বিএসএফ সদস্যরা নিহত যুবক সম্পর্কে কোন তথ্য বিজিবিকে জানায়নি। এমনকি পতাকা বৈঠকের জন্য কোন পত্র দেয়নি। এদিকে শনিবার ভোরে ঠাকুরগাঁও সীমান্তেও এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। খবর নিজস্ব সংবাদদাতাদের। বুড়িমারী ৬১ বিজিবি ক্যাম্প ও সীমান্ত গ্রামবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাতটায় পাটগ্রাম উপজেলার বুড়িমারীর বামনদল সীমান্ত গ্রামের নোম্যান্সল্যান্ডের কৃষিজমিতে কাজ করতে যান কয়েকজন কৃষি শ্রমিক। তখন তারা দেখতে পান ভারতের কাঁটাতারের ওপাশে তামাক খেতে এক যুবকের লাশ পড়ে আছে। তখন তারা কাঁটা তারের ওপাশে থাকা লোকজনের সহায়তায় লাশের পরিচয় নিশ্চিত হয়। লাশের পরিচয় নিশ্চিত হয়ে যুবকের মৃত্যুর খবর বুড়িমারী ৬১ বিজিবি ক্যাম্পে জানান। বিজিবি বিষয়টি ভারতীয় ১৪৮ বিএসএফকে জানায়। ভারতীয় বিএসএফ এ বিষয়ে কোন মন্তব্য ও নিহতের তথ্য নিশ্চিত করেনি। তবে নিহত যুবকের লাশ সীমান্তের তামাক খেত থেকে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। বর্তমানে মেখলিগঞ্জ থানা চত্বরে নিহতের মরদেহ পড়ে রয়েছে। রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার আবুল হোসেন জানান, নিহত যুবকের পরিচয় তারা তাদের সূত্রের মাধ্যমে নিশ্চিত হয়েছেন। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। কিন্তু বিএসএফ কোন কিছু নিশ্চিত করেনি। এমনকি পতাকা বৈঠকের প্রস্তাব দেয়নি। বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে সাবুল ইসলাম (৪৬) নামে বাংলাদেশী এক নাগরিককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। শনিবার ভোরে এ হত্যাকা-ের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পাড়িয়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলতাফ। নিহত সাবুল আমজানখোর ইউপির তারাঞ্জুবাড়ী গ্রামের তমিজ উদ্দীনের ছেলে। জানা যায়, শনিবার ভোরে সাবুল ইসলামসহ কয়েকজন পাড়িয়া সীমান্তের ৩৮৭নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের বারোঘরিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সবাই পালিয়ে বাঁচলেও সাবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা কাঁটাতারের পাশে লাশ পরে আছে এমন খবর বিজিবিকে জানায়। পরে বিজিবি বিএসএফকে চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায়।
×