ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খিলগাঁও জোড়পুকুর খেলার মাঠ জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা

প্রকাশিত: ১১:২৩, ১২ জানুয়ারি ২০২০

খিলগাঁও জোড়পুকুর খেলার মাঠ জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে জল সবুজে ঢাকা প্রকল্পের আওতায় উন্নয়নকৃত খিলগাঁও জোড় পুকুর খেলার মাঠ সর্বসাধারণের জন্য পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। শনিবার বেলা ১২টায় ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন মাঠটি পরিদর্শন করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্তের ঘোষণা দেন। মাঠটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে এসে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, এক সময় পার্কটি প্রোপারলি ব্যবহারের অনুপযোগী ছিল। আমরা পার্কটি বদলে দিতে কাজ করেছি। বর্তমানে পার্কটি মোটামুটি ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। আরও কিছুটা কাজ এখনও বাকি। এ অবস্থায় এসে আমরা পার্কটি সবার জন্য উন্মুক্ত করে দিলাম। সবাই এখন থেকে পার্কটি ব্যবহার করতে পারবেন। ব্যবহারের সময় যদি কোন ভুলত্রুটি ধরা পড়ে বা পরামর্শ থাকে সেটা জানালে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। সব কাজ শেষ হওয়ার পর পরবর্তী সময় আমরা আনুষ্ঠানিকভাবে পার্কটি উদ্বোধন করব। সেই পর্যন্ত পার্কটি সবার জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ ইমদাদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×