ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পটিয়া ইউএনও অফিসে চুরি

প্রকাশিত: ০৯:২৯, ৬ জানুয়ারি ২০২০

 পটিয়া ইউএনও অফিসে  চুরি

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৫ জানুয়ারি ॥ চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীররাতে প্রধান অফিস সহকারীর রুমের তালা ভেঙ্গে দুইটি আলমারি ভেঙ্গে অর্থ লুট করে নিয়েছে। পাঁচ লক্ষাধিক টাকা হবে। উপজেলার অভ্যন্তরে ১৬টি সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হলেও এসব সিসিটিভিতে চুরির কোন দৃশ্য ধরা পড়েনি। জানা গেছে, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান বৃহস্পতিবার অফিসের কাজ শেষ করে সংশ্লিষ্টরাসহ অফিস বন্ধ করে চলে যান। শনিবার রাত ২টার দিকে সংঘবদ্ধ চোরের দল ইউএনও অফিসে কৌশলে প্রবেশ করে তালা ভেঙ্গে অফিসের দুইটি আলমিরা থেকে নগদ অর্থ নিয়ে যান। প্রতিদিনের মতো রবিবার সকালে অফিস খুললে প্রধান সহকারী অমর কান্তি দাশের অফিস কক্ষের তালা ভাঙ্গা এবং দুইটি আলমারি ভেঙ্গে অর্থ লুট করার বিষয়টি নিশ্চিত হন। ইউএনও অফিসের নিচে নৈশ্যপ্রহরী বিমল কান্তি নাথ রাতে দায়িত্ব থাকলে চোরের দল কৌশলে প্রবেশ করে তালা ও আলমিরা থেকে অর্থ লুট করে নিয়ে গেছে। রবিবার সকালে খবর পেয়ে ইউএনও হাবিবুল হাসান, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যার ডাঃ তিমির বরণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু খোঁজ খবর নেন। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানিয়েছেন, উপজেলার চারদিকে ১৬টি সিসিটিভি ক্যামরা রয়েছে। চোরের দল কৌশলে প্রবেশ করে অফিসের প্রধান সহকারীর রুমের তালা ভেঙ্গে আলমারি থেকে অর্থ নিয়ে গেছে। অফিসের উত্তর সাইডে জ্যাম্পিং করে দ্বিতীয় তলায় উঠে তালা ও আলমিরা ভেঙ্গে অর্থ নিয়ে গেছে।
×