ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় শহীদ মিনার অবমাননার প্রতিবাদ

প্রকাশিত: ০৯:২৮, ৬ জানুয়ারি ২০২০

  বগুড়ায় শহীদ মিনার  অবমাননার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীতে জুতা পায়ে শহীদ মিনারে উঠে শহীদ মিনার অবমাননার প্রতিবাদে রবিবার সকালে বগুড়ায় মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে মানববন্ধন হয়েছে। মানববন্ধন ও সমাবেশ থেকে বলা হয় বিএনপি ও জামায়াত-শিবির শহীদ মিনার মানে না এবং শহীদদের প্রতি সম্মান জানাতে পারে না। তাদের ভবিষ্যতে বগুড়া শহীদ মিনারে প্রবেশ নিষিদ্ধ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। ১ জানুয়ারি বগুড়া শহীদ খোকন পার্কে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী চলাকালে বিএনপি নেতা ও বিএনপি দলীয় সংসদ সদস্যের উপস্থিতি শহীদ মিনারে জুতা পায়ে উঠে বিশৃঙ্খলা ও পরে পুলিশের ওপর হামলা হয়। শহীদ মিনার অবমাননার প্রতিবাদে রবিবার শহরে সাতমাথায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে আমরা মুক্তিযোদ্ধা পরিবার নামে একটি সংগঠন। এতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, রাজনীতিক, পেশাজীবী সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ মানুষ অংশ নেন। মাহমুদুন্নবী রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, রফিকুল ইসলাম লাল, সুরুজ্জামান, আব্দুল কাদের, তোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন, সামসুল আলম প্রমুখ।
×