ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৯:৩৫, ৩১ ডিসেম্বর ২০১৯

চট্টগ্রামে রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ এলাকায় সোমবার ব্যাপক উচ্ছেদ অভিযান চালিয়েছে পূর্বাঞ্চলীয় রেলওয়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে গুঁড়িয়ে দেয়া হয় সেখানে অবৈধভাবে গড়ে ওঠা অনেকগুলো স্থাপনা। রেলের বেহাত হয়ে যাওয়া জমি উদ্ধারে পরিচালিত হচ্ছে এই অভিযান। রেলের ভূ-সম্পত্তি বিভাগ সূত্রে জানানো হয়, দীর্ঘদিন ধরে আকবরশাহ এলাকায় হাতছাড়া হয়ে আছে রেলওয়ের অনেক ভূমি। বারবার নোটিস ও তাগাদা দেয়া সত্ত্বেও অবৈধ দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নেয়নি। ফলে কর্তৃপক্ষকে এই অভিযান চালাতে হয়। সোমবার উচ্ছেদ করা হয়েছে প্রায় ২০টি স্থাপনা। পর্যায়ক্রমে ওই এলাকায় গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। সম্প্রীতি সংলাপ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৩০ ডিসেম্বর ॥ মাগুরায় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের নোমানী ময়দানে শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক সংলাপের আয়োজন করেন মাগুরা জেলা প্রশাসন। মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের এমপি এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। আমন্ত্রিত অতিথি ছিলেন মাগুরা-২ আসনের এমপি ড. শ্রী বিরেন শিকদার। প্রধান বক্তা ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেক সচিব নাসির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুণ্ডু প্রমুখ। কৃষি যন্ত্রপাতি বিতরণ সংবাদদাতা, বোয়ালমারী, ৩০ ডিসেম্বর ॥ ন্যাশনাল এ্যাগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ- ২ (এনএটিপি-২) প্রকল্পের এআইএফ-২ ম্যাচিং গ্রান্টের আওতায় সিআইজি সদস্যদের মাঝে সোমবার ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। উপপ্রকল্প সমূহের ৭০% অর্থ এনএটিপি-২ প্রকল্প হতে এবং অবশিষ্ট ৩০% অর্থ সিআইজি সদস্যগণ তাদের সঞ্চয় থেকে সরবরাহ করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ ফরিদপুর ডিএই, উপপরিচালক, কার্তিক চন্দ্র চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।
×