ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্লক মার্কেটে ৭ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০৯:০০, ২৩ ডিসেম্বর ২০১৯

ব্লক মার্কেটে ৭ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে মোট ১০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর ১১ লাখ ৪৯ হাজার ৭২৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭ কোটি ৯৯ লাখ টাকা। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেডের। স্ট্যান্ডার্ড সিরামিক ২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা সিঙ্গারবিডি ১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স, কেপিসিএল, প্যারামাউন্ট টেক্সটাইল, কাশেম ইন্ডাস্ট্রিজ, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
×