ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরে দাঁড়াচ্ছেন করবিন

প্রকাশিত: ০৯:৩০, ১৫ ডিসেম্বর ২০১৯

সরে দাঁড়াচ্ছেন করবিন

ব্রিটেনের লেবার পার্টিও নেতা জেরেমি করবিন তার আসনে জিতলেও প্রত্যাশিত ফল করেনি লেবার পার্টি। তাই দলীয় নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন করবিন। তিনি এ নির্বাচনে আশাবাদের ইশতেহার দিয়েছিলেন। সামনে এনেছিলেন সামাজিক ন্যয়বিচার আর সুযোগের সাম্যের কথা। গুটিকয় ধনীর বদলে ব্রিটেনকে তিনি জনকল্যাণের পথে নিতে চেয়েছিলেন। তবে দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও তিনি কিছুদিন দলের নেতৃত্বে থাকবেন। -গার্ডিয়ান ছোট্ট জ্যাকবের মমতা ব্রিটেনের পাঁচ বছর বয়সী জ্যাকব কৃত্রিম হাতের (প্রস্থেটিক আর্ম) সাহায্যে ভাইকে জড়িয়ে ধরেছে। নির্ধারিত সময়ের আট সপ্তাহ আগে জ্যাকবের জন্ম। জন্মের সময় থেকে তার বাঁ হাতের বেশিরভাগই ছিল না। ওয়েস্ট ইয়র্কশায়ারের ক্রিস ও জেমা দম্পতির ছেলে জ্যাকবের কৃত্রিম হাতটি বানাতে ১৬ হাজার পাউন্ড খরচ হয়েছে। গ্লেজ প্রস্থেটিক ইউকে লিমিটেডের পরিচালক বেন রায়ানের উদ্যোগে জ্যাকবের হাতটি প্রতিস্থাপন করা হয়। -বিবিসি
×