ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সজল হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৯:৩৬, ১২ ডিসেম্বর ২০১৯

সজল হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ বহুল আলোচিত মোহাম্মদপুর সরকারী কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আরিফুল ইসলাম সজল হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব। এই নিয়ে এ সজল হত্যায় ১৭ জন গ্রেফতার হলো। যার মধ্যে পাঁচ জন আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। একটি মেয়েকে নিয়ে গল্প করার সূত্রধরে ইভটিজিংয়ের জেরে হত্যাকা-ের ঘটনাটি ঘটে। চলতি বছরের গত ২৯ অক্টোবর সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকার হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকার ষড়কুঞ্জ আবাসিক এলাকায় সজল (২২) ছুরিকাঘাতে হত্যা করা হয়। তার পিতার নাম মোঃ জাহিদুল ইসলাম। বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। ঘটনার পরদিন নিহতের পিতা বাদী হয়ে ১৪/১৫ জনকে আসামি করে ঢাকার হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ১০ ডিসেম্বর র‌্যাব-২ এর একটি গোয়েন্দা দল ঢাকার হাজারীবাগ থানাধীন আজিজ খান রোড ও রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে সজল হত্যা মামলার আসামি মোঃ জুয়েল মিয়া (২১) ও মোঃ শাকিল হোসেন ওরফে সুজনকে (২০) গ্রেফতার করে। ফুলকলিতে ভোক্তা অধিকার আদালতের অভিযান, জরিমানা স্টাফ রিপোর্টার ॥ ভেজালের দায়ে ফুলকলিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার আদালত। প্রতিষ্ঠানটির মিষ্টি ও কেকের উৎপাদনের তারিখ পরিবর্তন করে ‘টাটকা’ বলে প্রতারণার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার বাড্ডা এলাকার ফুলকলিতে অভিযান চালায় বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতের সহকারী পরিচালক আব্দুল জব্বার ম-ল জানান, আগের দিনের বাসি মিষ্টি ও কেকের উৎপাদনের তারিখ পরিবর্তন করে সব মিষ্টি ও কেকের উৎপাদনের তারিখ ১১ ডিসেম্বর ২০১৯ লিখে দিয়েছে। তারা আগের দিনের কী পরিমাপ পণ্য এসেছে, কতগুলো বিক্রি করেছে, তার কোন হিসাব দেখাতে পারেনি।
×