ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে ফিলিপিন্সের সহায়তা চাইল বাংলাদেশ

প্রকাশিত: ১২:০৭, ৪ ডিসেম্বর ২০১৯

রোহিঙ্গা ইস্যুতে ফিলিপিন্সের সহায়তা চাইল বাংলাদেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ মিন্দানাও এবং মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) সঙ্গে সঙ্কট সমাধানে ফিলিপিন্স সরকারের যে অভিজ্ঞতা রয়েছে রোহিঙ্গা ইস্যুতে দেশটির সহায়তা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশ ও ফিলিপিন্সের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের সভা (এফওসি) শেষে পররাষ্ট্রসচিব (এশিয়া প্যাসিফিক) মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। খবর বাংলা নিউজের। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দেশের মধ্যে এফওসি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব (এশিয়া প্যাসিফিক) মাসুদ বিন মোমেন। আর ফিলিপিন্সের পক্ষে দেশটির সচিব পর্যায়ের কর্মকর্তা মেনার্ডো এলভি মন্টিলেগরি নেতৃত্ব দেন। সভা শেষে মাসুদ বিন মোমেন সাংবাদিকদের জানান, মিয়ানমার আসিয়ানভুক্ত দেশ। আসিয়ানভুক্ত দেশ হওয়ায় তাদেরও কিছু সংবেদনশীলতা আছে। আমরা ফিলিপিন্স সরকারকে অনুরোধ করেছি, তাদের যে অভিজ্ঞতা আছে, বিশেষ করে মিন্দানাও এবং মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের সঙ্গে তারা যেভাবে মীমাংসা প্রক্রিয়া করেছে, তারা যেন সেই অভিজ্ঞতা থেকে আমাদের সাহায্য করে। তিনি বলেন, রাখাইনে অনুকূল পরিবেশ তৈরির জন্য আসিয়ানের যে আহা সেন্টার কাজ করছে, সেটাকে আরও শক্তিশালী করা যায় সেজন্য আমরা বলেছি। প্রত্যাবাসন যেন দ্রুত শুরু করা যায়, সেটাও আমরা জানিয়েছি। এ বিষয়ে তারা আসিয়ানের মধ্যে থেকে ও তাদের অভিজ্ঞতার আলোকে রোহিঙ্গা ইস্যুতে আমাদের আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত, ২০১৫ সালে দুই দেশের মধ্যে এফওসি আয়োজনের জন্য একটি সমঝোতা সই হয়।
×