ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৯ মেগা প্রকল্প বরাদ্দের ৬ ভাগের এক ভাগও খরচ করতে পারেনি

প্রকাশিত: ০৯:৩১, ২ ডিসেম্বর ২০১৯

 ৯ মেগা প্রকল্প বরাদ্দের ৬ ভাগের এক  ভাগও খরচ করতে পারেনি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশেষ নজরদারির পরও অর্থবছরের প্রথম চার মাসে ৯ মেগা প্রকল্পে বরাদ্দের ৬ ভাগের এক ভাগও খরচ করতে পারেনি বাস্তবায়নকারী সংস্থাগুলো। অথচ সিংহভাগ অর্থ যোগাড় করতে হচ্ছে চড়া সুদের ঋণ নিয়ে। বিশ্লেষকরা বলছেন, সময়মতো কাজ শেষ করতে না পারলে আর্থিক চাপ বাড়বে রাষ্ট্রের কাঁধে। উন্নয়ন কর্মকা-ে এখন পর্যন্ত সরকারের বড় চমক একসঙ্গে একগুচ্ছ বড় প্রকল্প হাতে নেয়া। যেগুলোর বেশিরভাগেরই শুরু হয়েছে মাঠপর্যায়ে বাস্তবায়ন। যদিও প্রত্যাশিত গতি নেই কোনটিতেই। এর পেছনে অজুহাত হিসেবে দেখানো হচ্ছে অনভিজ্ঞতা জমি আর দক্ষ জনবল সঙ্কটকে। ফলে বছর শেষে কেটে ফেলতে হচ্ছে বরাদ্দের টাকাও। সেতু, রেল, বিদ্যুতসহ দশ বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে ফাস্টট্র্যাকের অধীনে। পদ্মা সেতু বাদে, যার বাকি নয়টিতে খরচ হচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি। চলতি অর্থবছরে এডিপিতে সেগুলোর বিপরীতে প্রায় ৩১ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও, প্রথম চার মাসে খরচ হয়েছে সাড়ে পাঁচ হাজার কোটি। যা বরাদ্দের ১৭ শতাংশ। প্রশ্ন হলো বিশেষ নজরদারি থাকার পরও কেন নেই প্রত্যাশিত গতি? দুশ্চিন্তার আরেক বড় কারণ অর্থায়ন নিয়ে। কেননা নয় প্রকল্পে খরচ হওয়া প্রায় আড়াই লাখ কোটির মধ্যে ১ লাখ ৮৭ হাজার কোটি বা ৭৬ শতাংশ নিতে হচ্ছে চড়া সুদের ঋণ হিসেবে। যার কিস্তি পরিশোধ শুরু হবে ২০২৫ সাল থেকে। কিন্তু ওই সময়ের মধ্যে বাস্তবায়নের পর প্রকল্পের সেবা বিক্রি করতে না পারলে বড় ঋণের চাপ বাড়বে রাষ্ট্রের কাঁধে।
×