ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় অটোরিক্সা চাপায় নারী নিহত

প্রকাশিত: ০৯:৩০, ৩০ নভেম্বর ২০১৯

  নেত্রকোনায় অটোরিক্সা চাপায় নারী  নিহত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৯ নবেম্বর ॥ জেলার পূর্বধলা উপজেলায় শুক্রবার সকালে অটোরিক্সা চাপায় আমিনা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার খলিশাউর ইউনিয়নের হামিদপুর গ্রামের মৃত সুমন আলীর স্ত্রী। জানা গেছে, শুক্রবার সকাল সোয়া দশটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় এলাকায় ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পূর্বধলা থেকে শ্যামগঞ্জগামী দ্রুতগতির একটি অটোরিক্সা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের এসআই দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিক্সাটিকে স্থানীয় জনতা আটক করলেও চালক পালিয়ে গেছে। বোয়ালমারীতে নির্মাণ শ্রমিক সংবাদদাতা বোয়ালমারী, ফরিদপুর থেকে জানান, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রইল বাজারের উত্তর পাশে শুক্রবার ভোর ৫টার দিকে ট্রাক উল্টে সানোয়ার শেখ (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সানোয়ার শেখ নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ইছাইল গ্রামের আঃ মান্নান শেখের ছেলে। সানোয়ারের ৩ ভাই ১ বোন। ভাই বোনের মধ্যে সে ছোট। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ট্রাক সরিয়ে লাশ উদ্ধার করে। বোয়ালমারী থানার এসআই তাইজুল ইসলাম জানান, শুক্রবার ওই ট্রাকটি মংলা যাচ্ছিল। সহস্রইল বাজারের কাছে গেলে ট্রাকটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় সানোয়ার ট্রাকের তলে চাপা পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরিয়ে সানোয়ারকে মৃত অস্থায় উদ্ধার করে। সানোয়ারসহ ওই ট্রাকে ৫ যাত্রী ছিল। অন্যরাও আহত হয়।
×