ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণতন্ত্রের জন্য ডাঃ মিলন জীবন দিয়েছেন ॥ মতিয়া

প্রকাশিত: ১০:২৭, ২৮ নভেম্বর ২০১৯

 গণতন্ত্রের জন্য ডাঃ মিলন জীবন দিয়েছেন ॥  মতিয়া

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এমপি বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ডাঃ মিলন নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন। তিনি গণতন্ত্রের শক্তি। তার আত্মত্যাগ তখন চলমান গণতান্ত্রিক আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দেয়। সুগম হয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার। ফলে আজ আমরা অবাধ গণতন্ত্র ভোগ করছি। দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষ চিরদিন ডাঃ মিলনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বুধবার শহীদ ডাঃ মিলনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) মিলনের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এর আগে সকাল ৮টায় ঢামেক প্রাঙ্গণে শহীদ বেদিতে এবং সকাল সাড়ে ৮টায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিএমএ সভাপতি অধ্যাপক ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণভায় অন্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি, শহীদ মিলনের মা সেলিনা আক্তার প্রমুখ।
×