ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিচারের প্রথম ধাপ শেষ হলো

প্রকাশিত: ১০:২৫, ২৮ নভেম্বর ২০১৯

 বিচারের প্রথম ধাপ শেষ হলো

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাত আসামিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। ফাঁসিতে ঝুলিয়ে এই মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। তবে মামলার আরেক আসামি নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার রাজধানী ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোঃ মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে নারকীয় হামলার বিচারিক কাজের প্রথম ধাপ শেষ হলো। ২০১৮ সালের ২৬ নবেম্বর থেকে ২০১৯ সালের ২৭ নবেম্বর এক বছরে সর্বমোট ৫২ কার্যদিবসে মামলাটি সমাপ্তি ঘটে। ২০১৮ সালের ১ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) আদালতে চার্জশীট দাখিল করেন। এরপর ২৬ জুলাই সিএমএম আদালত মামলাটি ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। চার্জশীটে ২১ আসামির নাম থাকলেও তাদের মধ্যে ১৩ জন বিভিন্ন সময় জঙ্গীবিরোধী অভিযানে মারা যায়। ২০১৮ সালের ৩ ডিসেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে মামলার বাদী এসআই রিপন কুমার দাসের মাধ্যমে প্রথম সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচারিক কাজ শুরু হয়। প্রায় এক বছর পর গত ২৭ অক্টোবর মামলাটির রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর গত ৩০ অক্টোবর আত্মপক্ষ শুনানিতে আট আসামি নিজেদের নির্দোষ দাবি করে বক্তব্য দেয়। এরপর গত ৬ নবেম্বর মামলায় যুক্তিতর্ক শুরু হয়। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হয় গত ১৭ নবেম্বর। এরপর মামলাটি রায়ের জন্য দিন ঠিক করে দেন। চাঞ্চল্যকর মামলাটিতে চার্জশীটভুক্ত ২১১ সাক্ষীর মধ্যে ১১৩ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। এ মামলার মোট আসামি ৮ জন। এর মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। বাকি দুই আসামি মোঃ শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ প্রথমে পলাতক থাকলেও পরে গ্রেফফতার হয়।
×