ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেস্ট র‌্যাঙ্কিংয়ে মুশফিকের উন্নতি

প্রকাশিত: ১১:৫৬, ২৭ নভেম্বর ২০১৯

টেস্ট র‌্যাঙ্কিংয়ে মুশফিকের উন্নতি

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্টে বাংলাদেশের সময়টা মোটেই ভাল যাচ্ছে না। এ বছর খেলা পাঁচ টেস্টের সবকটিতেই হারতে হয়েছে, চারটিতেই ডুবতে হয়েছে ইনিংস হারের লজ্জায়। ঘরের মাটিতে আফগানিস্তানের কাছে হারের তিক্ততা সঙ্গী করে ভারত সফরে দুই টেস্টে হোয়াইটওয়াশ টাইগাররা। ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে একাই বুক চিতিয়ে লড়াই করেছেন মুশফিকুর রহিম। যার সুফল পেয়েছেন র‌্যাঙ্কিংয়েও। ইডেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৪ রান করে বাংলাদেশকে আরও বড় লজ্জা থেকে বাঁচিয়েছেন মুশফিক। তার এই ইনিংসটা না আসলে হয়তো দুইদিনেই টেস্ট হারতে হতো টাইগারদের। টেস্ট ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়েও চার ধাপ এগিয়েছেন মুশফিক। ৩০ নাম্বার থেকে উঠে এসেছেন ২৬ নম্বরে। কিছুটা উন্নতি হয়েছে মাহমুদদুল্লাহরও। ইডেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করে আহত হওয়া এই ব্যাটসম্যান এখন র‌্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে। আর ভারতের বিপক্ষে সিরিজ না খেলা তামিম ইকবাল নেমে গেছেন ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে। বাংলাদেশী বোলারদের মধ্যে সবচেয়ে ভাল অবস্থানে আছেন তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজ। তবে তাদের র‌্যাঙ্কিংয়ে কোন পরিবর্তন হয়নি। তাইজুল ২৩ আর মিরাজ ২৪তম অবস্থানে। মিরাজ আবার অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও ১৪ নম্বরে। তবে কোন র‌্যাঙ্কিংয়েই নেই সাকিব আল হাসান। এক বছরের জন্য নিষিদ্ধ এই অলরাউন্ডার জায়গা হারিয়েছেন আইসিসির সব ফরমেটের র‌্যাঙ্কিংয়ে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ের সেরা পাঁচে যথাক্রমে স্টিভেন স্মিথ, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানে। প্রথমবারের মতো সেরা দশে উঠে আসেছেন তরুণ মায়াঙ্ক আগারওয়াল। বোলিংয়ে সোর পাঁচ- প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, নেইল ওয়াগনার, জেসন হোল্ডার ও জাসপ্রিত বুমরাহ। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে-জেসন হোল্ডার, রবীন্দ্র জাদেজা, বেন স্টোকস, ভারনন ফিল্যান্ডার ও রবিচন্দ্রন অশ্বিন।
×