ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন প্রত্যাশা

প্রকাশিত: ১১:৪৩, ২৭ নভেম্বর ২০১৯

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন প্রত্যাশা

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন প্রত্যাশা করে এই প্রক্রিয়ায় জাপান পাশে আছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। বাংলা নিউজ জানায়, মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল পিসবিল্ডিং : ডিসকোর্সেস ফ্রম জাপান এ্যান্ড বিয়ন্ড’- শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বিস ও রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮১। এতে বিশেষ অতিথি ছিলেন জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। নাওকি ইতো তার বক্তব্যে বলেন, বাংলাদেশে এক মিলিয়নের বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে আশ্রয় নিয়েছে। জাপান রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন প্রত্যাশা করে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে মিয়ানমারের নেত্রী সুচির আলোচনা হয়েছে।
×