ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষাক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লে দেশ উপকৃত হবে ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০:৪৩, ২৫ নভেম্বর ২০১৯

 শিক্ষাক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লে দেশ উপকৃত হবে ॥  পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর প্রায় দুই কোটি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন। এতে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ে এবং ভালভাবে লেখাপড়া করার ইচ্ছা জাগে। বিশেষ করে নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে শিক্ষা বৃত্তির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একজন পুরুষ শিক্ষিত হলে শুধু তিনি নিজেই শিক্ষিত হন আর একজন নারী শিক্ষিত হলে শিক্ষিত হয় একটি পরিবার, একটি গ্রাম সর্বোপরি একটি দেশ। তাই শিক্ষাক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়লে পুরো দেশ উপকৃত হবে। তিনি রবিবার দুপুর আড়াইটার দিকে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে ২০১৮-১৯ অর্থ বছরে ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
×