ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তাজরীন ট্র্যাজেডির সাত বছর ॥ ভাল নেই আহত শ্রমিকরা

প্রকাশিত: ০৯:১৪, ২৫ নভেম্বর ২০১৯

 তাজরীন ট্র্যাজেডির সাত বছর ॥ ভাল নেই আহত শ্রমিকরা

সংবাদদাতা, সাভার, ২৪ নবেম্বর ॥ আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুরে অবস্থিত ‘তাজরীন’ ফ্যাশনের অগ্নিকান্ডের ঘটনায় আহত শ্রমিকরা ভাল নেই। শারীরিক যন্ত্রণা আর অর্থাভাবে ধুঁকে ধুঁকে মরছেন তারা। ক্ষতিপূরণের জন্য দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে আজ তারা ক্লান্ত। তবুও মিলছে না ক্ষতিপূরণ। বিজিএমইএ তাদের তালিকা অনুযায়ী নামমাত্র ক্ষতিপূরণ দিলেও তা থেকেও বাদ রয়েছে অনেক আহত শ্রমিক। ২০১২ সালের ২৪ নবেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তোবা গ্রুপের ‘তাজরীন ফ্যাশন’ নামক পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে অনেক হতাহতের ঘটনা ঘটে। সরকারী হিসেবে মৃতের সংখ্যা ১১৩ জন, আর আহত তিন শতাধিক। যদিও সরকারের এ হিসেবের ওপর আস্থা রাখেনি বিভিন্ন শ্রমিক সংগঠন। ঘটনার পরপর সরকার এবং বিজিএমইএ’র শীর্ষ কর্মর্তারা আহত ও নিহত শ্রমিকদের শ্রমআইন অনুসারে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিলেও তা এখনও বাস্তবায়ন করেনি। শ্রমআইন অনুসারে দূরের কথা, অনেকেই আজও সামান্যতম ক্ষতিপূরণও পায়নি। তাজরীন ট্র্যাজেডির সাত বছর পূূর্ণ হলো রবিবার। এদিন সকালে নিশিচন্তপুরে তাজরীন ফ্যাশনের সামনে আগুনে পুড়ে যাওয়া নিহত শ্রমিকদের স্বজন ও আহতরাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা গার্মেন্টেসের প্রধান ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা তাজরীন ফ্যাশনের অগ্নিকান্ডের সাত বছর পূরণে সকল ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আইএলও কনভেনশন-২১২ এবং মারাত্মক দুর্ঘটনা আইন ১৮৫৫-এর ভিত্তিতে শ্রমিকদের সারা জীবনের ক্ষতি ও ক্ষতিপূরণের বিবেচনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে ও ওই স্থানে একটি সরকারী হাসপাতাল করার দাবি জানান সরকারের কাছে।
×