ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে তিন রুটে নামছে এক শ’ এসি বাস

প্রকাশিত: ০৯:২১, ২২ নভেম্বর ২০১৯

চট্টগ্রামে তিন রুটে নামছে এক শ’ এসি বাস

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীতে যাত্রী দুর্ভোগ কমাতে নামছে শীতাতপ নিয়ন্ত্রিত ১শ’টি বাস। এস আলম গ্রুপ আনছে বাসগুলো। জানুয়ারি মাস থেকে তিনটি রুটে বাসগুলো চালানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। জানা গেছে, নির্বাচিত পরিষদের ৫২তম সাধারণ সভায় এ তথ্য জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। মেয়রের অনুরোধে আউট সোর্সিং প্রতিষ্ঠান হিসেবে এস আলম গ্রুপ ভারত থেকে বাসগুলো আমদানি করছে। এ ব্যাপারে ইতোমধ্যে এলসি খোলা হয়ে গেছে। চসিক সূত্র জানায়, মহানগরীর তিনটি রুটে বাসগুলো চলাচল করবে। জানুয়ারি মাসে সড়কে নামানোর লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে বাসগুলো চট্টগ্রামে এসে পৌঁছাবে। শুধু তাই নয়, শাহ আমানত সেতু এলাকায় এস আলমের নিজস্ব জায়গায় তৈরি করা হবে বাস টার্মিনাল। আর বাসের স্টপেজ নির্ধারণে যৌথভাবে কাজ করবে কর্পোরেশন ও এস আলম গ্রুপ। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন জানান, চট্টগ্রাম নগরীকে গ্রীন ও ক্লিন সিটি করার পাশাপাশি গণপরিবহনেও শৃঙ্খলা আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে গ্রহণ করা হয়েছে একটি প্রকল্প। প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে ২শ’টি এসি বাস চালু করা হবে বিভিন্ন রুটে।
×