ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গণতন্ত্রের স্বার্থে নির্বাচন থেকে দূরে থাকতে রাজি মোরালেস

প্রকাশিত: ০৯:২৯, ১৭ নভেম্বর ২০১৯

গণতন্ত্রের স্বার্থে নির্বাচন থেকে দূরে থাকতে রাজি মোরালেস

বলিভিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেস বলেছেন, দেশে গণতন্ত্রের স্বার্থে, তাকে বাদ দিয়ে কোন নির্বাচন হলেও তাতে তার কোন ‘সমস্যা নেই’। বামপন্থী এ নেতার এমন অবস্থান দেশটিতে জিনাইন আনিয়েজ নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও মোরালেসের মুভমেন্ট ফর সোশালিজম (এমএএস) দলের মধ্যে বিরোধ মেটাতে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স। বিতর্কিত এক নির্বাচনের ফল নিয়ে বিক্ষোভ-সহিংসতার জেরে সেনাবাহিনী মোরালেসকে পদত্যাগ করতে বললে আদিবাসী এ নেতা তাতে সাড়া দিয়ে মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় নেন। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে, তারা যদি আমাকে নির্বাচনে দেখতে না চায়, আমার কোন সমস্যা নেই। আমি কেবল বিস্মিত হচ্ছি, ইভোকে নিয়ে তাদের এত ভয় কেন। তার এ পদত্যাগকে কেন্দ্র করে লাতিন আমেরিকা জুড়ে নতুন অস্থিরতা সৃষ্টি হতে পারে বলেও পর্যবেক্ষকদের অনেকেই আশঙ্কা করছেন। সাক্ষাতকারে মোরালেস তার দলের সঙ্গে বিরোধীদের আলোচনাকে স্বাগত জানিয়ে বলেছেন, বলিভিয়ার সংবিধান অক্ষুণœ রাখতে হলে আগামী জানুয়ারির মধ্যেই দেশটিকে একজন নির্বাচিত প্রেসিডেন্ট ও সরকার বেছে নিতে হবে। এ কারণেই ডান ও বামদের মধ্যে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, বলেছেন তিনি। তিনি প্রার্থী না হলে, তার দল কাকে বেছে নেবে তার উত্তরে ৬০ বছর বয়সী মোরালেস বলেন, জানি না, জনগণই বেছে নিক। বলিভিয়ার সংখ্যাগরিষ্ঠ আদিবাসী জনগণের মধ্য থেকে উঠে আসা এ প্রেসিডেন্টের হাত ধরেই গত দেড় দশকে বলিভিয়ার অর্থনীতিতে প্রভূত উন্নতি হয়েছে; লাতিনের অন্যতম দরিদ্র দেশ থেকে পরিণত হয়েছে সম্ভাবনাময় দেশে। মোরালেস বলেছেন, যুক্তরাষ্ট্রের মদদেই বলিভিয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।
×